উয়েফা নেশনস লিগকে । কোন গ্রুপে-খেলা কখন?

উয়েফা নেশনস লিগের ২০২৪-২৫ আসরের ড্র সম্পন্ন হয়েছে। খেলা শুরু হবে চলতি বছরের ৫ সেপ্টেম্বর থেকে। আগামী ৮ জুন ফাইনালের মাধ্যমে আসরের পর্দা নামবে। ২০২৬ সালের বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বের খেলা হিসেবে দল চূড়ান্ত করতেই এই আসরের আয়োজন করা হয়।

Read More

প্রতিটি লিগের খেলা শেষে প্রতিটি গ্রুপ থেকে একটি করে মোট ৪টি দল ফাইনালে উঠবে। এই পর্বে ৪ দলের লড়াই শেষে ১ দল ফাইনালে উঠবে। এভাবে ৪ লিগ থেকে মোট ৪ দল ফাইনালে। পরবর্তীতে তাদের মধ্যে প্রতিযোগিতা আসরের চূড়ান্ত বিজয়ী বের করে আনা হবে।

লিগ -এ

গ্রুপ ১: ক্রোয়েশিয়া, পর্তুগাল, পোল্যান্ড, স্কটল্যান্ড

গ্রুপ ২: ইতালি, বেলজিয়াম, ফ্রান্স, ইসরাইল

গ্রুপ ৩: নেদারল্যান্ডস, হাঙ্গেরি, জার্মানি, বসনিয়া

গ্রুপ ৪: স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সার্বিয়া

লিগ বি

গ্রুপ ১: চেক প্রজাতন্ত্র, ইউক্রেন, আলবেনিয়া, জর্জিয়া

গ্রুপ ২: ইংল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রীস

গ্রুপ ৩: অস্ট্রিয়া, নরওয়ে, স্লোভেনিয়া, কাজাখস্তান

গ্রুপ ৪: ওয়েলস, আইসল্যান্ড, মন্টিনিগ্রো, তুরস্ক

লিগ সি

গ্রুপ ১: সুইডেন, আজারবাইজান, স্লোভাকিয়া, এস্তোনিয়া

গ্রুপ ২: রোমানিয়া, কসোভো, সাইপ্রাস, লিথুয়ানিয়া/জিব্রাল্টার*

গ্রুপ ৩: লাক্সেমবার্গ, বুলগেরিয়া, উত্তর আয়ারল্যান্ড, বেলারুশ

গ্রুপ ৪: আর্মেনিয়া, ফ্যারো দ্বীপপুঞ্জ, উত্তর মেসিডোনিয়া, লাটভিয়া

লিগ ডি

গ্রুপ ১: লিথুয়ানিয়া/জিব্রাল্টার, সান মারিনো, লিচেনস্টাইন

গ্রুপ ২: মলদোভা, মাল্টা, আন্দোরা

Next News

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0

Please share for others

Facebook
Twitter
LinkedIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently Published

error: