চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছিলেন মোস্তাফিজ। বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ১০ বলেই নিয়েছিলেন ৪ উইকেট। তবে আজ শুরুর দিকে মোস্তাফিজের বোলিং নির্বিষ মনে হলেও শেষ দিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা তাঁর দুর্বোধ্য স্লোয়ার ও কাটা সামলাতে পারেননি। প্রায় অসম্ভব সমীকরণ মেলাতে গিয়ে মোস্তাফিজের বলে বড় শট খেলতে গিয়েছিলেন রশিদ ও তেওয়াটিয়া। দুজনেই ধরা পড়েছেন রাচিন রবীন্দ্রর হাতে।
২ ম্যাচে ৬ উইকেট নিয়ে উইকেটশিকারিদের তালিকায় শীর্ষেই থাকলেন মোস্তাফিজ।
সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ২০৬/৬
(দুবে ৫১, রবীন্দ্র ৪৬, গায়কোয়াড় ৪৬, মিচেল ২৪*; রশিদ ২/৪৯, কিশোর ১/২৮, জনসন ১/৩৫, মোহিত ১/৩৬)
গুজরাট টাইটানস: ২০ ওভারে ১৪৩/৮
(সুদর্শন ৩৭, মিলার ২১, ঋদ্ধিমান ২১, শঙ্কর ১২; দেশপাণ্ডে ২/২১, চাহার ২/২৮, মোস্তাফিজ ২/৩০, মিচেল ১/১৮)
ফল: চেন্নাই সুপার কিংস ৬৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শিবম দুবে (চেন্নাই সুপার কিংস)।