বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Bangladesh Oil, Gas & Mineral Corporation Job Circular 2024)

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Bangladesh Oil, Gas & Mineral Corporation Job Circular 2024) তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে (www.petrobangla.org.bd) প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ১৮ টি পদে মোট ৬৭০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদনের অপেক্ষায় থাকা প্রার্থীরা এই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে পারেন। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন নিয়োগ ২০২৪ সার্কুলারটির আবেদন যোগ্যতা সহ প্রয়োজনীয় তথ্যাবলী তুলে ধরা হয়েছে।

 

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর চাকরি অন্য সব সরকারি চাকরির মধ্যে একটি। আপনারা যারা Bangladesh Oil, Gas & Mineral Corporation Job Circular 2024 এ আগ্রহী তারা বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী আবেদন করতে পারেন। প্রার্থীর আবেদন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যোগ্যতা থাকা বাধ্যতামূলক।

সময়ে সময়ে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। আপনি যদি আগ্রহী প্রার্থী হন তবে যত তাড়াতাড়ি সম্ভব কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আবেদন করুন। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন সম্পর্কে আরও জানতে নীচের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সাবধানে পড়ুন।

Bangladesh Oil, Gas & Mineral Corporation Job Circular 2024 – বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

দেশের সকল যোগ্য নাগরিক বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর জন্য আবেদন করতে পারেন। আপনার জন্য, আমরা আমাদের বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করেছি। যারা Bangladesh Oil, Gas & Mineral Corporation Job Circular 2024 চাকরিতে আগ্রহী তারা এই বিজ্ঞপ্তিতে দেওয়া সময়ের মধ্যে আবেদন করতে পারেন। আপনি যদি চান তবে আপনি Bangladesh Oil, Gas & Mineral Corporation Job Circular 2024 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন।

আপনি যদি বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ চাকরিতে আগ্রহী হন, তাহলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আবেদন করুন।

Bangladesh Oil, Gas & Mineral Corporation Job Circular 2024 সরাসরি নিয়োগের মাধ্যমে নিম্নলিখিত শূন্য পদগুলি পূরণ করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আপনি যদি যোগ্য এবং আগ্রহী হন তবে আবেদন করতে পারেন। সব ধরনের সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে bdlatestjobs.com ভিজিট করুন অথবা চাকরির খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে বিজ্ঞপ্তি পেতে নোটিফিকেশন বাটনে ক্লিক করুন। নীচে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে (Bangladesh Oil, Gas & Mineral Corporation Job Circular 2024):

সংক্ষেপে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুনঃ

  • নিয়োগকারী প্রতিষ্ঠানঃ বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন
  • চাকরির ধরনঃ সরকারি চাকরি
  • শূন্যপদের সংখ্যাঃ ১৮ টি
  • লোক সংখ্যাঃ ৬৭০ জন
  • আবেদনের ধরনঃ অনলাইন
  • বয়সঃ ১৮ – ৩০ বছর
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক / স্নাতকোত্তর
  • বেতন স্কেলঃ নিচে বিজ্ঞপ্তিতে দেখুন
  • অফিসিয়াল ওয়েব সাইটঃ www.petrobangla.org.bd
  • ই-মেইলঃ info@petrobangla.org.bd
  • আবেদন শুরুর তারিখঃ ০৮ মার্চ ২০২৪ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২৪ ইং
  • ঠিকানাঃ 3 Kawran Bazar Rd, Dhaka -1215, Bangladesh
  • সূত্রঃ দৈনিক আমাদের সময়
  • প্রকাশের তারিখঃ ০৮ মার্চ ২০২৪ ইং

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীনস্থ কোম্পানিসমূহের জন্য নিম্নবর্ণিত শূন্যপদসমূহে লোকবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

 

০১) পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) 

 

পদ সংখ্যাঃ ১১৮ টি
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ০৯
শুধুমাত্র বিজিএফসিএল-এর ক্ষেত্রে
বেতন স্কেলঃ ২৩০০০-৫৫৪৭০ টাকা
গ্রেডঃ ০৮
০২) পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (আইন) 
পদ সংখ্যাঃ ০৭টি
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ০৯
০৩) পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (অর্থ) 
পদ সংখ্যাঃ ৮৭টি
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ০৯
শুধুমাত্র বিজিএফসিএল-এর ক্ষেত্রে
বেতন স্কেলঃ ২৩০০০-৫৫৪৭০ টাকা
গ্রেডঃ ০৮

 

০৪) পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) 

 

বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ০৯
শুধুমাত্র বিজিএফসিএল-এর ক্ষেত্রে
বেতন স্কেলঃ ২৩০০০-৫৫৪৭০ টাকা
গ্রেডঃ ০৮
(ক) মেকানিক্যাল – ৭১টি
(খ) ইলেকট্রিক্যাল- ৪৭টি
(গ) সিভিল – ২২টি
(ঘ) সিএসই/আইটি/আইসিটি – ১৭টি
(ঙ) কেমিক্যাল – ২২টি
(চ) পেট্রোলিয়াম – ১১টি
(ছ) আইপিই – ০৪টি
(জ) এমএমই – ০২টি
(ঝ) ইলেকট্রনিক্স – ০৩টি
(ঞ) নেভাল আর্কিটেকচার – ০১টি
(ট) টেলিকম – ০২টি
০৫) পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (কারিগরি) 
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ০৯
শুধুমাত্র বিজিএফসিএল-এর ক্ষেত্রে
বেতন স্কেলঃ ২৩০০০-৫৫৪৭০ টাকা
গ্রেডঃ ০৮
(ক) জিওলজি – ২০টি
(খ) জিওফিজিক্স – ০৭টি
(গ) কেমিস্টি – ০৩টি
(ঘ) এনভায়রনমেন্ট – ০২টি
(ঙ) মার্কেটিং – ০৩টি
০৬) পদের নামঃ সহকারী কারিগরি কর্মকর্তা 
পদ সংখ্যাঃ ০২টি
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ০৯
০৭) পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)
পদ সংখ্যাঃ ০৩টি
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ০৯
০৮) পদের নামঃ সহকারী ড্রিলার 
পদ সংখ্যাঃ ০১টি
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ০৯
০৯) পদের নামঃ সহকারী কর্মকর্তা (প্রশাসন) 
পদ সংখ্যাঃ ৭৫টি
বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
১০) পদের নামঃ সহকারী কর্মকর্তা (লাইব্রেরী) 
পদ সংখ্যাঃ ০১টি
বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
১১) পদের নামঃ সহকারী কর্মকর্তা (আইন) 
পদ সংখ্যাঃ ০১টি
বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
১২) পদের নামঃ সহকারী কর্মকর্তা (অর্থ) 
পদ সংখ্যাঃ ৫০টি
বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০

 

১৩) পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী 
বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
(ক) মেকানিক্যাল – ৩৬টি
(খ) ইলেকট্রিক্যাল – ১৬টি
(গ) ইলেকট্রনিক্স – ০২টি
(ঘ) সিভিল – ১১টি
(ঙ) কম্পিউটার/আইটি – ০৩টি
(চ) অটোমোবাইল – ০১টি
(ছ) কেমিক্যাল – ০১টি
(জ) পাওয়ার – ০১টি
(ঝ) এনভায়রনমেন্ট – ০১টি
(ঞ) মাইনিং – ০৬টি
১৪) পদের নামঃ সহকারী কর্মকর্তা (কারিগরি) 
পদ সংখ্যাঃ ০২টি
বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
১৫) পদের নামঃ সহকারী কর্মকর্তা (কেমিস্ট) 
পদ সংখ্যাঃ ০১টি
বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
১৬) পদের নামঃ সার্ভেয়ার 
পদ সংখ্যাঃ ০৪টি
বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
১৭) পদের নামঃ ট্রেইনী ড্রিলার 
পদ সংখ্যাঃ ০২টি
বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
১৮) পদের নামঃ নার্স/ব্রাদার
পদ সংখ্যাঃ ০১টি
বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০

পেট্রোবাংলা বিজ্ঞপ্তি ২০২৪ এর মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুনঃ

Bangladesh Oil, Gas & Mineral Corporation Job Circular 2024
সূত্রঃ দৈনিক আমাদের সময়

আবেদন পদ্ধতিঃ
উপরোক্ত পদগুলিতে আগ্রহী প্রার্থীগণ ৩০ এপ্রিল ২০২৪ ইং তারিখের মধ্যে আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন

পেট্রোবাংলা/কোম্পানির উপর্যুক্ত পদসমূহের বিস্তারিত সংখ্যা, সকল পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলিসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি টেলিটক বাংলাদেশ লিঃ-এর ওয়েবসাইট (http://bogmc.teletalk.com.bd), বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)- এর ওয়েবসাইট (www.petrobangla.org.bd), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ওয়েবসাইট (www.emrd.gov.bd) এবং পেট্রোবাংলার আওতাধীন কোম্পানিসমূহের ওয়েবসাইট-এ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ওয়েবসাইট www.petrobangla.org.bd এ দেখা যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.petrobangla.org.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহন করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0

Please share for others

Facebook
Twitter
LinkedIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently Published

error: